সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

শেরপুরে কারাগার থেকে পলাতক দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০ প্রদর্শন করেছেন

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই আসামি জুয়েল ও সোহাগকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রুস্তম আলীর ছেলে ও হাজতী সোহাগ একই গ্রামের লাল চানের ছেলে।

গ্রেফতার ওই দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে আত্মগোপনে থাকা জেল পলাতক ওই দুইজনকে গ্রেফতার করে।
র‌্যাব আরও জানায়, গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে দুস্কৃতিকারীরা আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে।

এ সময় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদিকে পালিয়ে যায়।

র‌্যাব জানিয়েছে, জেল পলাতক হাজতি ও কয়েদিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ