সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

বাগমারার পুকুর থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৯ প্রদর্শন করেছেন

রাজশাহীর বাগমারা উপজেলার একটি পুকুর থেকে মো. সবুজ (১৫) নামের এক নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাষ্টোনাংলা গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। সবুজ গতকাল শুক্রবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিল।

স্থানীয়রা ধারণা, প্রেমঘটিত কারণে সবুজকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মারা যাওয়া সবুজ পাশ্ববর্তী মাধনগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পুকুর থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। মৃতের চোখে এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পাশেই একটি চেইন পাওয়া গেছে। সবকিছু তদন্ত করা হচ্ছে। আঘাত কেনো লেগেছে তা তারা নিশ্চিত নন। মাছের ঠোকরেও এই আঘাত হতে পারে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই সবুজের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ