সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

ইরানের অবকাঠামোতে আঘাত হানলে পাল্টা জবাব হবে কঠোর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫ প্রদর্শন করেছেন
ইরানের জ্বালানি তেল বা পারমাণবিক স্থাপনাসহ যেকোনো অবকাঠামোতে হামলা হলে আরও কড়া জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তেহরান। আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, ইরানের অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে আরও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান। ইরানের চালানো হামলার জবাব প্রস্তুত করা হচ্ছে, ইসরায়েলের এমন ঘোষণার পরই তেহরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
১ অক্টোবর ইসরায়েলে একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। চলতি বছর ছয় মাসের ব্যবধানে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না তেহরান। ইরানের কোনো জ্বালানি তেল স্থাপনায় হামলা না চালাতে গত শুক্রবার ইসরায়েলকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনকারী শীর্ষ ১০টি দেশের একটি ইরান।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জেনারেল রাসসুল সানাইরাদ গত রোববার ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের কোনো পারমাণবিক বা জ্বালানি স্থাপনায় হামলা হলে সেটাকে ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম বলে বিবেচনা করা হবে। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তার মাধ্যমেই ঠিক হয়ে যাবে, এর জবাব কীভাবে দেবে তেহরান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ