বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ বৈঠকে মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রামের পায়েল ট্রেডিং থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৬ কোটি ৩৯ লাখ টাকা।
এর আগে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সাহারা এন্টারপ্রাইজ থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ৯৮ কোটি ২০ লাখ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়। এ ক্ষেত্রে প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছিল ৯৮ টাকা ২০ পয়সা।
এদিকে, বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদফতরের ফ্যামিলি প্ল্যানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি (এফএসডি) শীর্ষক অপারেশনাল প্ল্যানের জিওবি (উন্নয়ন) ও আরপিও (জিওবি) খাতের অর্থায়নে প্যাকেজ নং: এফএসডি/জিডি-০৪ এর আওতায় ৫টি লটের মাধ্যমে ৪৫ মিলিয়ন সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) সংগ্রহের ক্রয় প্রস্তাব দেয়া হয়।
২১৬ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে টেকনো ড্রাগস লিমিটেড ও পপুলার ফার্মাসিউটিক্যালস মিলিটেড থেকে এই খাবার বড়ি কেনার পরিকল্পনা করা হয়। তবে কর্মসূচির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়নি।