বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

রাশিয়ার তেল টার্মিনালে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩ প্রদর্শন করেছেন

রুশ অধিকৃত ক্রিমিয়ায় একটি বড় তেল টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেন বাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ প্রধান ধাপে প্রবেশে করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়ায় অস্থায়ীভাবে দখলকৃত ফিওডোসিয়াতে শত্রুর তেল টার্মিনালে রাতে একটি সফল হামলা চালানো হয়েছে।

তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফিওডোসিয়াতে রুশ নিযুক্ত কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে। তবে তারা এর কারণ সম্পর্কে কিছু জানায়নি।

অন্যদিকে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দোনেতস্কে হ্রোদিভকা গ্রাম দখলে নিয়েছে। এর আগে গত রোববার জেলেনস্কি বলেছেন, যুদ্ধ গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে।

তিনি ভিডিও বার্তায় আরো বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার উপর এমনভাবে চাপ দিতে হবে যা রাশিয়ার জন্য দরকার যেন বুঝতে পারে যুদ্ধে তারা কিছুই পাবে না।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষ্য নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ