লালমনিরহাট জেলার হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর নাহিয়ান নুর আরাবি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রাণণাথ পাটিকাপাড়া এলাকায় নুর আলমের কন্যা শিশু।
রোববার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে নুর আরাবি’র লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে একটি ডোবায় বড়শি নিয়ে মাছ ধরতে যায় ওই শিশু। কিন্তু সেখান থেকে সে আর বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ডোবায় কয়েক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে ফিরে যান। এই অবস্থায় রোববার সকালে ওই ডোবা থেকেই নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ‘কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।