সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

বাঘায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন

রাজশাহীর বাঘায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (১৪ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলাম জাহিদ হেদাতিপাড়া বাউসা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ছাত্রদল কর্মী জাহিদ হাসানের পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের ব্যবসায় প্রতিষ্ঠানে গত ২৫ আগষ্ট বেলা ১১টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসুয়া, লোহার রড়, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় জাহিদ হাসান বাদি হয়ে ২৬ আগষ্ট ১৪১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি জাহিদুল ইসলাম জাহিদ।

এ দিকে দুপুরে বাঘা মাজার এলাকা থেকে শিমুল হোসেন, সাব্বির হোসেন, পলাশ আহমেদ নামের তিনজনকে আটক করে পুলিশ। তাদের বাড়ি লালপুরের মনিহার পুর এলাকায় বলে জানা গেছে।

 

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, জাহিদুল ইসলাম জাহিদকে দোকান পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ