পাকিস্তানি সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে দেশটি ২০২৮ সালের শুরু থেকেই ‘রিবা’ বা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে সুদমুক্ত ব্যাংকিং চালু করবে। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) পরামর্শে খসড়া সংশোধনীতে এ ধারাটি যুক্ত করা হয়। সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু পেছনে ভূমিকা রাখায় মাওলানা ফজলুর রহমানের প্রশংসা করেছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি স্কলার মুফতি তাকি উসমানি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্সে’ শেয়ার করা একটি পোস্টে ফজলুর রহমানের বিষয়ে এই ইসলামি স্কলার বলেন, ‘আজ মাওলানা ফজলুর রহমানের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই।’
একটি সংকটময় সময়ে জাতিকে পথ দেখিয়েছেন ফজলুর রহমান। তিনি আরও বলেন, এতে উল্লেখযোগ্য ইসলামি উদ্দেশ্যগুলি অর্জিত হয়েছে।
মুফতি তাকি আরও বলেন, ফজলুর রহমানের নেতৃত্ব ফেডারেল শরিয়ত আদালত, মাদ্রাসা এবং পাকিস্তানের আর্থিক ব্যবস্থা থেকে দীর্ঘ প্রতীক্ষিত সুদ বর্জন সংক্রান্ত জটিল সমস্যাগুলি সমাধান করতে সহায়তা করেছেন।
তিনি বলেন, সাংবিধানিক সংস্কার জাতির জন্য অত্যন্ত আনন্দ নিয়ে এসেছে। ফজলুর রহমানের জীবন, জ্ঞান এবং দেশের প্রতি অবদান রাখায় তার জন্য দোয়া করেন মুফতি উসমানি।