ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পুরতন ইউনিয়ন পরিষদ অফিস প্রাঙ্গণে সোমবার সকাল ৯টায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
গণসমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী, উপজেলা শাখার সভাপতি শেক সোলায়মান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এসএম শাহজাহান ও জেলা আইটি সম্পাদক মো. ফরিদুল হুদা গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণসমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় জামায়াতে ইসলামী নেতা মাওলানা মজিবুর রহমান, মাওলানা এনামুল কবির, এমএম হাসান, মো. মহব্বত হোসন, মো. সিরাজুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, মো. মামুনুর রশিদ, ছাত্রশিবির নেতা মো. ইমাম মাহাদী, মো. আমীর হোসেন প্রমুখ।
বক্তারা ইসলামী হুকুমাতে দেশ গড়ার জন্য স্থানীয় সবাইকে জামায়াতে ইসলামীর সঙ্গে একাত্মতা প্রকাশের আহবান জানান।