সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

মজা করতে গিয়ে বিদ্যাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কার্তিকের

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

আগামী ১ নভেম্বর বড়পর্দায় ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। ছবিটিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি দিমরি। সঙ্গে রয়েছেন বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত। এখন জোরেশোরে চলছে ছবির প্রচারের কাজ।

সম্প্রতি, পুনের একটি বড়া পাওয়ের দোকানে দেখা মিলল কার্তিক ও মাধুরীর। ছবিটি প্রচারে গিয়ে পর্দার মঞ্জুলিকা বিদ্যা বালানকে ডাইনি বলে সম্বোধন করলেন অভিনেতা কার্তিক আরিয়ান! এমন একটি ভিডিও সামনে আসতেই নিমেষে ভাইরাল সামাজিক মাধ্যমে। প্রতিটি প্রচারে গিয়ে তাদের ভরপুর খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে।

তারই ধারাবাহিকতায় এবার কলকাতায় এসে সিনেমার প্রচারে বিদ্যা বালানকে ডাইনি বলে সম্বোধন করতে দেখা গেল কার্তিককে। ভূত, পেত্নীদের মতোই নাকি অভিনেত্রীরও একটা বিশেষ ক্ষমতা আছে।

ভাইরাল ভিডিওতে কার্তিককে বলতে শোনা যায়, বিদ্যা বালান নাকি তার পায়ের পা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেলতে পারেন। আর সেটা সেখানে সবার সামনে করেও দেখান অভিনেত্রী। এটা দেখেই অভিনেতা বলে ওঠেন, ‘এই দেখো ডাইনি। পা উল্টো করতে পারে।’

তাদের এই খুনসুটি দেখে দারুণ মজা পেয়েছেন সবাই। এক ব্যক্তি লেখেন, ‘আমি আর আমার বন্ধু গোটা স্কুলজুড়ে এই সব করতাম।’ আরেকজন লেখেন, ‘বাপরে অভিনেত্রীর পায়ে তো হাইপার মবিলিটি আছে। পুরো ঘোরাতে পারেন।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘বাস্তবেও মঞ্জুলিকা নাকি?’

অন্যদিকে সম্প্রতি মাধুরী দীক্ষিত এবং কার্তিক আরিয়ান ছবির প্রচার করতে বড়া পাও খেতে গেছিলেন। পুনেতে গিয়ে তারা সেখানে খুব মজা করেন।

সোমবার (২৮ অক্টোবর) বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান কলকাতা এসেছিলেন তাদের সিনেমার প্রচারে। বিভিন্ন জায়গায় ঘুরে এই ছবির প্রচার করেন তারা। এসময় তারকারা হাওড়া ব্রিজ ও একটি স্কুল ঘুরে দেখেন। এরপর সংবাদ সম্মেলনে আসেন।

আনিস বাজমি পরিচালিত এই ছবি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, কাঞ্চন মল্লিক, প্রমুখ। পাশাপাশি একাধিক বাঙালি অভিনেতাদের দেখা যাবে এই সিনেমায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ