রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আফতাফ প্রামানিক ও আড়ানী পৌর বাজারের ব্যবসায়ী শামিম আহম্মেদকে আটক করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) আড়ানী পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আফতাফ প্রামানিক আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ড কাউন্সিলর ও হামিদকুড়া গ্রামের বাসিন্দা। শামিম আহম্মেদ আড়ানী পৌর বাজারের মেসার্স শামিম অ্যান্ড বাদার্স এর মালিক ও চকসিংগা গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ওসি আবু সিদ্দিক। ওসি বলেন, তারা দুই জনই আওয়ামী লীগ সমর্থিত। বিভিন্ন সময় তারা দলীয়ভাবে মারামারি, লুটপাটের সঙ্গে জড়িত ছিল।