মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

আমির খান জানেন না ছেলে কোন স্কুলে পড়ে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

বলিউডের কিংবদন্তি অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ার দাবি আমির খান জানেন না তার ছেলে কোন স্কুলে কোন ক্লাসে পড়ে।

সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও তারা একসঙ্গে এখনো কাজ করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান প্রসঙ্গে কিরণ বলেন, আমির খুবই ব্যস্ত থাকেন। ব্যবস্তার কারণে ছেলের খবরও সেভাবে নিতে পারেন না। আমরা দুজনেই আমাদের সন্তান আজাদের সহ-অভিভাবক; কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না।

তিনি আরও বলেন, আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকি আমির খান জানেই না আজাদ কোন স্কুলে কোন ক্লাসে পড়ে।

আমির খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ বলেন, সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকমভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার ওপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ