রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কথিত বোমা তৈরির কারিগর ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি সোহেল ওরফে কসাই সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে বোমা বিস্ফোরণে মারা গেছে শিশুসহ দুজন। এছাড়া বোমার আঘাতে পরিচ্ছন্নকর্মীসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।
এএসপি শিহাব করিম বলেন, জেনেভা ক্যাম্পের হাত বোমা ও ককটেল বোমা বানাতো ক্যাম্পেরই কয়েকজন বোমা কারিগর। এর মধ্যে কসাই সোহেল অন্যতম। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ কয়েকটি মামলা রয়েছে মোহাম্মদপুর থানায়।
সোমবার গাবতলী গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।