শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

আমদানি অব্যাহত, তবুও কমছে না চালের দাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি অব্যাহত রয়েছে। তবুও খুচরা বাজারে কমছে না চালের দাম। গত দুই সপ্তাহ থেকে কেজি প্রতি দেশি চাল ২ থেকে ৩ টাকা বেড়ে আটাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পাকাটারি ৬৮ টাকায়, স্বর্ণা জাতের চাল ৪৮ টাকায় এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতপ ৫৩ থেকে ৫৪ টাকা কেজিতে এবং সম্পাকাটারি ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভারতে দাম বৃদ্ধির কারণে বন্দরের পাইকারি মোকামে বেশি দামে বিক্রি হচ্ছে চাল বলছেন ব্যবসায়ীরা। দাম না কমাতে অনেকটাই বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে ৪১০ থেকে ৪৭০ মার্কিন ডলারে প্রতি মেট্রিকটন চাল আমদানি করা হচ্ছে। কিন্তু ভারতেই চালের দাম বেশি। আমরা বন্দরের ব্যবসায়ীরা চাল আমদানি করে তেমন লাভবান হতে পারছি না। তবে আশা রাখছি দ্রুত খুচরা বাজারে চালের দাম কমে যাবে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল শনিবার ভারতীয় ৩৭ ট্রাকে ১ হাজার ২৬০ মেট্রিকটন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় থেকে সারা দেশে ১০২ জন আমদানিকারককে ৫ লক্ষ ৮৭ হাজার মেট্রিকটন চাল আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৬০ হাজার মেট্রিকটন চাল আমদানির আইপি বা অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ