সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

শাকিব যাননি, ছেলেকে নিয়ে কেক কেটে আবেগপ্রবণ বুবলী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন ছিল ২০ নভেম্বর। বিশেষ এই দিনটি তিনি ঘরোয়াভাবেই পালন করেছেন। তেমন বর্ণিল কোনো আয়োজন ছিল না। পরিবারের সবাইকে নিয়ে কেক কেটেছেন তিনি।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই কেককাটার ছবি পোস্ট করেন এ অভিনেত্রী।  যা দেখে বোঝা যাচ্ছে, নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মায়ের সঙ্গে তার জন্মদিনের কেক কেটেছেন বুবলী।

এবারের জন্মদিনেও যাননি শাকিব খান। ছেলের সঙ্গে জন্মদিনের কেককাটার ছবি শেয়ার করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বুবলী লিখেছেন— জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে। আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে, তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ।

এর কিছু সময় পর আবার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মা-ছেলের মজার খুনসুটি। বুবলী ও বীরকে দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়েছেন। অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শাকিব খানের খোঁজ জানতে চেয়েছেন।

তাদের প্রশ্ন— বুবলীর জন্মদিনে দেখা নেই শাকিব খানের? কেউ আবার লিখেছেন— এই ফ্রেমে শাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত।

উল্লেখ্য, ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর। বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পান করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। এর মধ্যেই সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলী। তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায়। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ