অস্ট্রেলিয়ান ফ্যাশন রিটেইলার ‘মোজাইক ব্র্যান্ডস’-এ চলছে ভয়াবহ অর্থনৈতিক অস্থিরতা। কোম্পানিটিতে এই অস্থিরতার কারণে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন বাংলাদেশের হাজার হাজার তৈরি পোশাক কর্মী।
পদ্মা সাতেল আরব ফ্যাশনস নামের একটি গার্মেন্টেস থেকে পোশাক তৈরি করে সেগুলো আমদানি করত ‘মোজাইক ব্র্যান্ডস’। এই গার্মেন্টসে কাজ করেন প্রায় ৩ হাজার মানুষ। গার্মেন্টসটি গত জুন থেকে অস্ট্রেলিয়ান ওই কোম্পানিটির কাছ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার বকেয়া পাওয়ার অপেক্ষা করছে।
অর্থনৈতিক এই অস্থিরতা দূর করতে গত অক্টোবরে স্বাধীন প্রশাসন নিয়োগ করেছে মোজাইক ব্র্যান্ডস। এখন কোম্পানিটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তারা তাদের সম্পদ বিক্রি করে দিতে পারে।
তবে কোম্পানিটি পুনর্গঠনের পর কী হবে সে বিষয়টি এখনো নির্ধারণ করতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন বাংলাদেশের হাজার হাজার তৈরি পোশাক কর্মী।