সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, দুই ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫ প্রদর্শন করেছেন

আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিশেষ করে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমানকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা।

রোববার বিকালে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা। এদিন সকালে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল ওই দুজনের পদত্যাগের আল্টিমেটাম দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও আন্দোলনকারীদের অন্যতম নেতা বায়েজিদ সরকার বলেন, সরকার পরিবর্তনের পর ৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করা হয়। সেই সময় নানা রকমের দাবিও উপস্থাপন করা হয়। সেই দাবির মধ্যে ডেপুটি গভর্নরদের পদত্যাগের বিষয়টি ছিল। তবে এখনও তারা বাংলাদেশ ব্যাংকে রয়েছেন। তাদের এ পদ থেকে চলে যেতে হবে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম জানান, তাদের অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা এস আলম ও বিভিন্ন গ্র“পকে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ