সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

জয়পুরহাটে কামাল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে ৪জন উপস্থিত ও চার জন পলাতক ছিলেন।

জয়পুরহাট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর  উপজেলার তেঘর রেল গেইট এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে সুজাউল ওরফে সেজাউল, মুজিবনগর এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে রুবেল, পলিকাদোয়া বর্তমানে তেঘর রেলগেইট এলাকার খোরশেদ আলমের ছেলে লম্বা বাবু, পূর্ব দেবীপুর  গ্রামের মৃত জোব্বার মন্ডলের ছেলে জিয়া, দেওয়ান পাড়া মহল্লার হাসানের ছেলে মিজানুর রহমান ওরফে পিচ্চি জুয়েল, গৌরিপাড়া গ্রামের শাজাহান আলী মিস্ত্রির ছেলে ফরিদুল ইসলাম ওরফে কানা সবুজ, ওবাইদুল মিস্ত্রির ছেলে রানা আহম্মেদ ও ইসলামনগর গ্রামের জালাল উদ্দীনের ছেলে মিঠুন।

মামলা সূত্রে জানা যায়,  ২০১৫ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কামাল হোসেন রাতের খাবার শেষ করে। রাত সোয়া ১০টার দিকে লম্বা বাবু মোবাইল ফোনে কামাল হোসেনকে বাড়ির বাহিরে ডেকে নেয়। রাত সাড়ে ১০টায় লোকজনের চিৎকারে কামালের পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে এসে বাবুর বাড়িতে শরীর বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম অবস্থায় কামালের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার হাসপাতাল মর্গে পাঠায়।

ওই ঘটনায় নিহতের মা মোছাম্মদ বেগম বাদী হয়ে ২০১৫ সালের ৪ অক্টোবর জয়পুরহাট সদর থানায় ৮ জনের নাম উল্লেখ ও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

পরবর্তী সময়ে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ফরিদ হোসেন ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ