মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল শিল্পপার্ক প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী, চিত্রকোট এলাকায় কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আতরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি, অতিরিক্ত সচিব শামীমুল হক এনডিসি, যুগ্ন সচিব সুলতান আলম, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ খান, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহম্দ খান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান-টংঙ্গীবাড়ি সার্কেল এএসপি আ.ন.ম ইমরান খান, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক-মুহাম্মাদ হাফিজুর রহমান প্রমুখ।
প্রকল্প পরিচালকমুহাম্মাদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বিসিক কেমিক্যাল শিল্পপার্ক ৩০৮.৩৩ একর জায়গার ডিসেম্বর ২০২৫ মেয়াদের ১৪৫৪,৮০ কোটি টাকার প্রকল্পের কাজের বাস্তব অগ্রগতি ৭০ভাগ ।
উল্লেখ্য, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাসায়নিক পণ্যের ছোট-বড় অসংখ্য গুদাম রয়েছে। এসবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে একটি গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে ১২৪ জনের মৃত্যু হয়। এরপর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিক থেকে অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়। পরে কারখানা ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার অংশ হিসেবে ২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদিখানের তুলসীখালি ও চিত্রকোট এলাকার ৩১০ একর জায়গায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেয়। ব্যয় ধরা হয় ১ হাজার ৪৫৪ কোটি টাকা।