সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার গভীররাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-তেঘরিহুদা গ্রামের রুস্তম মন্ডলের ছেলে লাল মিয়া ও নুরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের খোসাসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামে অস্ত্র তৈরি হচ্ছে ও সরঞ্জামাদি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে  অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ