খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে বুধবার দায়িত্ব নিয়েছেন প্রফেসর ড. শেখ শরিফুল আলম। রাষ্ট্রপতির নির্দেশে আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কুয়েটের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরিফুল আলম এর আগে এ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি আইইইইর সদস্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইবি) লাইফ ফেলো, বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি (বিইএস) এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির (বিপিএস) লাইফ সদস্য এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) সদস্য।
তার ৪২টির বেশি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়ামে প্রকাশিত হয়েছে এবং একাধিক বুক চ্যাপ্টার রয়েছে।
তিনি ২০০৩ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করে বিএসসি ইন ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
২০১০ সালে ইতালির ত্রেন্তো বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ২০০৪ সালে এ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ অধ্যাপক হিসেবে কুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন।
১৯৭৯ সালে খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামে প্রফেসর ড. শেখ শরিফুল আলমের জন্ম। তিনি শেখ সামশুল আলম এবং মাহমুদা বেগমের কনিষ্ঠ সন্তান এবং ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক।