ঝিনাইদহের মহেশপুরে চোরাই ৩০০ বস্তা চালসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার গৌরীনাথপুর এলাকা থেকে চাল উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার রিপন বিশ্বাস ও মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের মনিরুল ইসলাম।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ডিবির ওসি দেবব্রত হরি।
ওসি দেবব্রত জানান, মঙ্গলবার রাতে মহেশপুরের গৌরীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন বিশ্বাস ও চোরাই চালের ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চোরাই ৩০০ বস্তা চাল উদ্ধার করা হয়। ব্যবসায়ী তৌহিদুল ইসলামের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রোববার (১ ডিসেম্বর) রাতে ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া আলামিন অটো রাইস মিল থেকে ৩০০ বস্তা চাল কেনেন ঝিকরগাছা স্টেশন রোডের চাল ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। এ চাল চট্টগ্রাম পাহাড়তলীতে পাঠানোর জন্য তিনি ট্রাক ভাড়া করেন। ট্রাক ড্রাইভার চাল গন্তব্যস্থলে পৌঁছে না দিয়ে চুরি করে নিয়ে যায়। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে চালককে শনাক্ত করে।