সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

সাভারে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলার আসামি আলোচিত আওয়ামী লীগ নেতা রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে আশুলিয়া থানার এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করেছে।

গ্রেফতার রুস্তম আলী সাভারের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে সাভার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলি করে নাজমুল নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪৪ নাম্বার আসামি রুস্তম আলী। এছাড়াও তার নামে জমি দখল, নারীর শ্লীলতাহানির মতো আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। রুস্তম আলী এলাকায় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। জোরপূর্বক জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্মকারী রুস্তমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয়রা।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে কলমা এলাকা থেকে রুস্তম আলীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ