সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

সিরিয়ায় যৌথ অভিযানে ২,০০০ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০ প্রদর্শন করেছেন

সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় ২,০০০ বিদেশি-সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায়, এ হামলায় ১২০ জন বিদ্রোহী নিহত হন।

এছাড়া হামার উত্তর-পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন।

হামার আশপাশে নিরাপত্তা জোরদার

সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে ২০ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে। এই অভিযানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর ৩০০ বিদ্রোহী নিহত হয়। সিরিয় সেনাবাহিনী বিদ্রোহীদের ২৫টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে।

ইদলিবে অভিযানের অগ্রগতি

ইদলিব শহরে বিদ্রোহীদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইদলিবে সেনাবাহিনীর ভারি গোলাবর্ষণে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইদলিবের হাসপাতালগুলো আহত বিদ্রোহীদের ভিড়ে অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে।

প্রচার অভিযান ও বাস্তব পরিস্থিতি

বিদ্রোহী গোষ্ঠীগুলো ও তাদের সমর্থক গণমাধ্যমগুলো হামায় তাদের প্রবেশ নিয়ে প্রচারণা চালাচ্ছে। তবে সিরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামা সম্পূর্ণ নিরাপদ এবং সশস্ত্র বাহিনী শহরটির চারপাশে অবস্থান করছে।

চলমান এই যৌথ অভিযান বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়া ও রাশিয়ার ধারাবাহিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সূত্র: মেহের নিউজ এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ