সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

শাহরুখের পরামর্শ শুনে উচ্ছ্বসিত নবদম্পতি, কী বলেছেন তিনি?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫ প্রদর্শন করেছেন

কিছু দিন আগেই দিল্লির একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময় প্রেম নিয়ে পরামর্শ দেন এ কিং খান।

রোম্যান্সের বাদশাহ শাহরুখ খান। তার সহজ-সরল চোখ দুটিতে যখন প্রেম জেগে ওঠে, তখন নিষ্পলক সেদিকেই তাকিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। গোটা একটা প্রজন্ম তাকে দেখে প্রেমের ভাষা শিখেছে। ব্যক্তিগত জীবনেও তিনি আদ্যোপান্ত প্রেমিক পুরুষ। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন কিং খান।

কিন্তু বাস্তব জীবনে তার নায়িকার বদল হয়নি। বছরের পর বছর কেটে গেলেও প্রেমের রাজা শাহরুখ খানই। কীভাবে সম্পর্কে প্রেম অটুট রাখতে হয়? সম্প্রতি জানালেন অভিনেতা।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, কিছু দিন আগেই দিল্লির একটি জাঁকজমকপূর্ণ  অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি। বাদশাহ বলেন, নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে, দাম্পত্যে কোনো সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা কর না। আমি আছি তো! আমিই তো ‘লাভ গুরু’। তিনি বলেন, আমি নিশ্চিতভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব। এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি।

এদিকে শাহরুখ খানের সঙ্গে প্রেম নিয়ে একাধিকবার মুখ খুলেছেন গৌরী খানও। শাহরুখকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে জানিয়েছিলেন তিনি। গৌরী বলেছিলেন, আমি শাহরুখকে এবং ওর সহ-অভিনেত্রীদের বিশ্বাস করি। খুবই ভালো সম্পর্ক প্রত্যেকের। লন্ডনে টানা ১০টা দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেঠির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।

গৌরী আরও বলেন, শাহরুখকে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।

উল্লেখ্য, ক্যারিয়ারের গোড়ার দিকেই বিয়ে সেরেছিলেন শাহরুখ ও গৌরী। অনেকেই ভেবেছিলেন— বিবাহিত নায়কের অনুরাগীর সংখ্যা হবে সীমিত। বাদশাহ এই প্রসঙ্গে বলেছিলেন, প্রযোজকরা বলেছিলেন ‘সিঙ্গল’ নায়কদের অনুরাগীর সংখ্যা বেশি হয়। আমি বলেছিলাম অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে, বিয়ে করতেই হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ