গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই গৃহবধূর নাম জান্নাত (১৭)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার গোসিংগা গ্রামের আব্দুস সালামের মেয়ে।
জান্নাত টঙ্গীর সিলমুন দক্ষিণপাড়ার জনৈক মোস্তফা মিয়া ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাত টঙ্গীর শিলমুন এলাকায় একটি ওয়াশিং কারখানায় কাজ করতেন। কারখানায় কাজ করতে গিয়ে পরিচয় হয় সাব্বির হোসেন নামের এক যুবকের সঙ্গে। পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। প্রায় এক মাস আগে পরিবারের সম্মতিতেই বিয়ে করেন সাব্বির ও জান্নাত।
গত কয়েক দিন যাবত পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী সাব্বিরের সঙ্গে কলহ হয় জান্নাতের। রোববার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ফের কথা কাটাকাটি হয়। পরে স্বামী সাব্বির বাসা থেকে বেরিয়ে যান। এ সময় জান্নাত তার কক্ষে একাই ছিলেন।
পরে রাত ৯টার দিকে জান্নাতের কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্যরা আশপাশের লোকজনদের ডাকেন। আশপাশের লোকজন খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচানো জান্নাতের নিথর দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।