টাঙ্গাইলের কালিহাতীতে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিমুল প্রমাণিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় রেল লাইনের পাশে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল প্রমাণিক পাবনার ঈশ্বরদী উপজেলা চরসিলিমপুর গ্রামের মৃত শুকটা প্রমাণিকের ছেলে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিমুল প্রমাণিকসহ ৫ থেকে ৬ জন শ্রমিক ঢাকা যমুনা সেতু রেল লাইনের পাশে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছিলেন। এ সময় রেল লাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শ্রমিক শিমুল প্রমাণিকের মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজিবর রহমান পিপিএম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শ্রমিক শিমুল প্রমাণিকের মৃত্যু হয়। অসাবধানতাবশত কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।