নানা মত, নানা পথ, নানা ভিন্নতায়, অভিন্ন জাতীসত্তায় বাংলাদেশে আমরা এক পরিবার, আমরা বাংলাদেশী প্রতিপাদ্য করে বিশ্ব মানবাধিকার দিবসে সম্প্রিতি, মানবাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারঃ আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সদর উপজেলার ভাদসা ইউপির পালী আদিবাসী পল্লীতে জেলা হিউম্যান রাইটস ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা হিউম্যান রাইটস ফোরামের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা মহিলা দলের সহসভাপতি মৌসুমী প্রধান, ফোরামের সদস্য সচিব শাহাবুদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাতেল, ভাদসা ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম, আদিবাসী নেতা রতন সহ অন্যরা।
বক্তব্য বলেন, দেশ গড়তে সম্প্রিতি, মানবাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারে পিছনে পড়া জনগোষ্ঠীদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা