সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

অবশেষে অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ইউন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪ প্রদর্শন করেছেন

নানা নাটকীয়তার পর অবশেষে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। মার্শাল ল জারির জন্য শনিবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো অভিশংসন মুখোমুখি হন তিনি।

অভিশংসনের পক্ষে সমর্থন দেন পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য। যার মধ্যে ক্ষমতাসীন দলের এমপিরাও ছিলেন। প্রস্তাবের পক্ষে রায় দেন ২০৮ জন এমপি। আর বিপক্ষে ছিলেন ৮৪ জন।

এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। তবে ইউনের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এর ফলে দেশটিতে দেখা দেয় চরম রাজনৈতিক সংকট ও অস্থিরতা। ইউনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া।

এদিকে দেশটির সাংবিধানিক নিয়মানুযায়ী ১৮০ দিনের মধ্যে অভিশংসিত প্রেসিডেন্টকে পদচ্যুতির বিষয়টি নিশ্চিত করতে হবে।

ইতিহাসের পুনরাবৃত্তি

আর ইউন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী দেশটিতে পরবর্তী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০১৬ সালে প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এর অভিশংসন এবং পদত্যাগের ঘটনায় পিপিপির পতন এবং লিবারেলদের বিজয় দেখা যায়। সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ