সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

কারিনার কাছে কার্তিকের আর্জি ‘তৈমুরকে অন্তত দেখাও’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫ প্রদর্শন করেছেন

রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যাতে প্রথম দিনে ইন্ডাস্ট্রির অনেকেই হাজির হয়েছিলেন।

সেখানেই দেখা যায় কার্তিক আরিয়ানকেও। আর সেখানেই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, সাইফ আলি খান ও কার্তিক আরিয়ানকে শুক্রবার বেশ খোশ মেজাজে গল্প করতে দেখা যায়। তাদের সামনে পেয়ে তৈমুর আর জেহকে ভুলভুলাইয়া-৩ দেখানোর আর্জি রাখলেন অভিনেতা কার্তিক আরিয়ান।

১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৪টি শহরজুড়ে ১০১টি সিনেমা রাজ কাপুরের আইকনিক সিনেমাগুলো হলে প্রদর্শিত হচ্ছে। যার উদ্বোধনী দিনে হাজির ছিল শুক্রবার গোটা কাপুর পরিবার। এখানে সিনেমার টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। তাই একে বলা হচ্ছে রাজ কাপুর@১০০।

প্রয়াত অভিনেতার যে সিনেমাগুলো দেখা যাবে তা হলো আগ (১৯৪৮), বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), শ্রী ৪২০ (১৯৫৫), জাগতে রহো (১৯৫৬), জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় (১৯৬০), সঙ্গম (১৯৬৪), মেরা নাম জোকার (১৯৭০), ববি (প্রযোজিত-পরিচালিত, ১৯৭৪) এবং রাম তেরি গঙ্গা মইলি (প্রযোজিত-পরিচালিত, ১৯৮৫)।

এদিকে অনুষ্ঠান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, কোনো একটা বিশেষ ব্যাপারে কথা হচ্ছে কার্তিক, কারিনা ও সাইফের সঙ্গে। আর সেই সময় কারিনার চোখেমুখের এক্সপ্রেশন বলে দিচ্ছিল— তিনি কোনো একটা বিষয় শুনেই চোখ গোলগোল করে কিছু বলছে।

আসলে সেই সময় কথা হচ্ছিল ভুলভুলাইয়া-৩ নিয়ে। কার্তিক অনুরোধ করেন কারিনাকে, তার দুই ছেলেকে তার হরর কমেডি দেখাতে। তিনি বলেন, আরে তৈমুরকে অন্তত দেখাও…’।

কারিনা কাপুর খানই এর আগে প্রকাশ করেছিলেন যে, তৈমুর কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া ২-এর একজন ভক্ত। সিনেমার প্রতি তার বড় ছেলের ভালোবাসার কথা বলতে গিয়ে, তিনি ২০২২ সালে শেয়ার করেছিলেন, ‘তৈমুর ভুলভুলাইয়া ২ দেখেছিল এবং ওটা ওর খুব পছন্দও হয়। আর এটাই ছিল ওর প্রথম হিন্দি ছবি।

হরর কমেডির সর্বশেষ কিস্তি ভুল ভুলাইয়া-৩, আরও বড় সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী ৪২১ কোটির বেশি আয় করেছে। এটি ২০২৪ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা এবং বছরের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসাবে আবির্ভূত হয়েছে। বক্স-অফিসের পাওয়ার হাউস হিসাবে কার্তিকের জায়গা আরও মজবুত করে দিয়েছে সিনেমাটি।

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পাওয়া ভুলভুলাইয়া ২ ছিল বড় হিট। অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু প্রমুখ। বিশ্বব্যাপী ২৬০ কোটি টাকা আয় করেছিল এ ছবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ