সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেত্রী নদীসহ ৪ জনের দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩ প্রদর্শন করেছেন

রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ ৪ ছাত্রলীগ কর্মীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

নদীর বিরুদ্ধে শুক্রবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ