সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

বিআরটিসির এসি বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪ প্রদর্শন করেছেন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন। শহরের শিববাড়ি বিআরটি স্টেশনে  আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- বিআরটিএ-এর মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাস ক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান প্রমুখ।

এখানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাজ শেষ হয়নি তারপরও এটি উদ্বোধন করার কারণ হচ্ছে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে।

তিনি বলেন, বিআরটি একটি রূপনগর প্রকল্প সেটা আমরা আগে থেকেই জানি। অনেকবার সময় বাড়ানো হয়েছে তারপরও কাজ শেষ করতে পারেনি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই প্রাথমিকভাবে আমরা পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০ বিআরটিসি বাস দিয়ে এই জাতির সেবা চালু করা হয়েছে। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে এবং জনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করা হবে।

তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অনিহা প্রকাশ করায় আমরা মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে আরো ১০টি নতুন ফুটওভার ব্রিজসহ অন্যান্য কাজগুলো সম্পন্ন করা হবে। বিরাটি লেনে বিশেষ বাসের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেগুলো আসলে আরও বেশি যাত্রী চলাচল করতে পারবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা ভবিষ্যতে বিআরটি লেনের বাসগুলো ইলেকট্রিক লাইনে চলাচলের ব্যবস্থা করব এছাড়া ট্রেন গেলেও ইলেকট্রিক লাইন দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিআরটি প্রকল্প নিয়ে গণ শুনানি হয়েছে, গন শুনানিতে যেসব সমস্যা উঠে এসেছিল সেগুলো দেখে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে।

শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে।

বিআরটি করিডোর দিয়ে বিআরটিসির এসি বাস গুলো চলাচল করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ