ভারতীয় টি-টোয়েন্টি দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘অ্যাশ (অশ্বিন) সম্পর্কে কথা বলতে গেলে…, তিনি এ সিদ্ধান্তের বিষয়ে খুব নিশ্চিত ছিলেন। পার্থে এসে আমি শুনেছিলাম এটি। অবশ্যই টেস্ট ম্যাচের প্রথম তিন-চার দিন আমি সেখানে ছিলাম না। কিন্তু তখন থেকেই এটা ওর মাথায় ছিল। স্পষ্টতই এর পেছনে অনেক কিছু রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের মাঝখানেই ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় ঘোষণা করেন তিনি। এমনকি আগামীকালই অস্ট্রেলিয়া থেকে উড়ে দেশে ফিরছেন অশ্বিন। এই আবহে অধিনায়ক রোহিত শর্মা জানালেন, পার্থে এসে দলের সঙ্গে যোগ দিতেই অশ্বিনের অবসরের সিদ্ধান্তের কথা তিনি জানতে পারেন। তবে তিনি গোলাপি বলের টেস্ট পর্যন্ত অশ্বিনকে আটকে রাখার চেষ্টা করেন। তবে গাব্বায় এসে অশ্বিন নাকি তাকে বলেন, দলে যদি আমার আর প্রয়োজন না হয়, তা হলে আমি বিদায় জানাতে চাই।
তখনো খেলার ফল ঘোষণা করা হয়নি। এরই মধ্যে শুরু হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের অবসরের জল্পনা। ড্রেসিংরুমে বসে থাকা বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে দেখা যায় অশ্বিনকে। আর সেই এক দৃশ্যেই তার অবসরের জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনা সত্যি হয় ম্যাচশেষে সংবাদ সম্মেলনে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সেখানে দেখা যায় অশ্বিনকে। সংক্ষেপে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে অশ্বিন চলে যান। কোনো প্রশ্নের জবাব তিনি দেননি। আর তার পরই অশ্বিনকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক। রোহিত শর্মার থেকে প্রথমেই জানতে চাওয়া হয়, অশ্বিনের অবসরের বিষয়টি তিনি কখন জানতে পারেন।
সেই সময় রোহিত শর্মা বলেন, আমি অ্যাশ সম্পর্কে পার্থে এসে শুনেছি। এর পেছনে অনেক কিছু রয়েছে; আমি মোটামুটি নিশ্চিত, অ্যাশ যখন তৈরি থাকবে, তখন সে নিজেই এর জবাব দিতে পারবে।
রোহিত বলেন, সে বুঝতে পারছে যে দল কী ভাবছে। ও বোঝে আমরা কী ধরনের কম্বিনেশনের কথা ভাবছি। আমরা যখন এখানে আসি, তখন নিশ্চিত ছিলাম না কোন স্পিনার খেলবে। আমরা কেবল মূল্যায়ন করতে চেয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম যে আমাদের সামনে কী ধরনের পরিস্থিতি রয়েছে। তবে হ্যাঁ, যখন আমি পার্থে পৌঁছেছিলাম, তখন আমাদের মধ্যে আড্ডা চলছিল। তখন আমি কোনোভাবে তাকে সেই গোলাপি বলের টেস্টে থাকতে রাজি করিয়েছিলাম।
উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে ১০৬ টেস্টে মাঠে নামেন। ২০০ ইনিংসে বল করে ৫৩৭ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। ম্যাচে তার সেরা বোলিং পারফরম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। এক টেস্টে তার সেরা পারফরম্যান্স ১৪০ রানে ১৩ উইকেট। অশ্বিন টেস্টে ১৫১ ইনিংসে ব্যাট করে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফসেঞ্চুরি করেছেন ১৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৪ রানের।
এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে ১১৬ ওয়ানডে ম্যাচে মাঠে নামেন। ১১৪ ইনিংসে বল করে ১৫৬ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩ ইনিংসে ব্যাট করে ৭০৭ রান সংগ্রহ করেছেন। হাফসেঞ্চুরি করেছেন একটি। পাশাপাশি ভারতের হয়ে ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। ৬৫ ইনিংসে বল করে ৭২ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন দুবার। তার সেরা বোলিং পারফরম্যান্স ৪ রানে ৪ উইকেট। অশ্বিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৯ ইনিংসে ব্যাট করে ১৮৪ রান সংগ্রহ করেছেন।