সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

নতুন লুকে পরীমনি, সিঁথিতে সিঁদুর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩ প্রদর্শন করেছেন

ঢালিউড থেকে টালিউডে পা রেখেছেন অভিনেত্রী পরীমনি। দেবরাজ সিনহা পরিচালিত  ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হতে চলেছে তার। আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এ ছবিটি। আর তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। এ ছাড়া আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

এবার সামনে এলো সেই সিনেমার পরীমনির লুক, যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য। সিঁথিতে সিঁদুর লাবণ্য রূপে বড় চমক এ অভিনেত্রীর।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেলুবক্সী’র পোস্টার তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। সেখানে পরীমনিকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এ অভিনেত্রীকে। ক্যাপশনে পরীমনি লিখেছেন— লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা ও আত্মবিশ্বাস দিয়ে সব কিছুকে প্রজ্বালন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।

 

পরীমনির এমন লুক দেখে তার ভক্তরা ভীষণ খুশি। সেটি পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। এক ভক্ত লিখেছেন— শুভকামনা রইল। অপেক্ষায় আছি। আরেকজন লিখেছেন— ‘ওয়াও’। অন্য আরেক ভক্ত মন্তব্য করেছেন— অনেক সুন্দর লাগছে পরী।

 

উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। আর ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট ও প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ