মির্জা ফখরুল বলেন, দেশে তৃণমূল পর্যায়ে বর্তমান যে আর্থ সামাজিক অবস্থাতা—এতে মাইক্রোক্রেডিটের ভূমিকা অপরিসীম। আর এটি অনেক আগেই ড. মুহাম্মদ ইউনুস শুরু করেছেন। সে জন্য আমি ড. মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল সংস্থাটির সাবেক চেয়ারম্যান ছিলেন।
বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, তৃণমূল পর্যায়ে যে গরিব-অসহায় মানুষগুলো ব্যাংক থেকে সহায়তা পান না, তারা এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, মাইক্রোক্রেডিটের যে মুভমেন্ট তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে। এই পুঁজির কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে।
তিনি বলেন, আমি একজন রাজনৈতিক মাঠ কর্মী। তৃণমূল থেকে আমার উঠে আসা। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা উপলব্ধি করি দেশের প্রত্যেকটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আমি বিশ্বাস করি এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায়, মূল অর্থনীতির ধারায় যদি এটিকে প্রসারিত করা যায় তাহলে অবশ্যই অর্থনীতির পরিবর্তন ঘটবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এনজিও বিষয় ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালিক ড. মুহম্মদ শহীদ উজ জামান, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি ও ইএসডিওর কর্মীরা।