সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

তারকাদের ক্রমাগত হুমকি, যা বলছেন অপূর্ব

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১ প্রদর্শন করেছেন

বিনোদন জগতের ছোটপর্দার স্বনামধন্য অভিনেতা জিয়াউল হক অপূর্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চালচিত্র’। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল এদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব। কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারেননি অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।

এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এ মুহূর্তে শুটিংস্পট থেকে কথা বলছি। তিনি আরও বলেন, সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকা প্রসঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার কোনো বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

এর আগে এমন ঘটনা ঘটেছে ভারতের গণমাধ্যমে। খবর রটে— গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘খবরটি ভিত্তিহীন। এমন খবরের কোনো ভিত্তি নেই। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।’

ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদমাধ্যমে মিথ্যাচার করা হলো অপূর্বকে নিয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ