সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

‘হাওড়ের অলওয়েদার সড়কের ফলে সৃষ্ট সমস্যা সমাধান করা হবে’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২ প্রদর্শন করেছেন

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে তারা যেটা চায় সেটাই আমরা করবো।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় হাওড়ের বহুল আলোচিত অলওয়েদার সড়ক প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, এ সড়কের ফলে সৃষ্ট অসুবিধাগুলো সমাধানের চেষ্টা করা হবে। সড়ক নির্মাণের ফলে ফসলি জমিতে বালু ও আগাছা জন্মানো প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন বন্যার প্রকোপ নিয়ে তিনি বলেন, নদী নিয়মিত ড্রেজিং না হওয়ায় পলি জমার কারণে বন্যা হচ্ছে। এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওয়েলওয়েদার সড়কপথ একদিকে কিশোরগঞ্জের সঙ্গে, অপরদিকে সিলেটের সঙ্গে সংযুক্ত। সুতরাং সব দিক বিবেচনায় রেখে সমস্যা সমাধানে কাজ করতে হবে।

এ ছাড়া তিনি ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সফর সঙ্গীরা সঙ্গে ছিলেন।

এর আগে সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলায় আসেন তিনি। এর আগে, শুক্রবার রাতে ট্রেনযোগে কিশোরগঞ্জে আসেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সফর শেষে শনিবার বিকালে ট্রেনযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ