মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

কলকাতা মাতাবেন সুনিধি-তামান্না

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১ প্রদর্শন করেছেন

শীতের শুরুতে কলকাতায় শুরু হয়েছে জমজমাট কনসার্ট। শুরুটা করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। তার পর ব্রায়ান অ্যাডামস এসে মায়াবী রাত উপহার দিয়ে শহর তিলোত্তমাকে চাঙা করে গেলেন। এবার বড়দিনের প্রাক্কালে কলকাতায় পা রাখছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান।

সুনিধির নতুন প্রযোজনা ‘আই অ্যাম হোম’ নিয়ে কলকাতায় আসতে চলেছেন গায়িকা। আর সেই কনসার্ট নিয়েই শহরে এখন তুমুল উন্মাদনা। জানা গেল, কলকাতার শ্রোতা অনুরাগীদের জন্য ক্ল্যাসিকাল মেলোডির পাশাপাশি বেশ কিছু চার্টবাস্টার গানও গাইবেন এ গায়িকা।

আর সুনিধি মানেই চার্টবাস্টারে রাজত্ব করা দারুণ সব বলিউডি গান। সেই তালিকায় যেমন ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ রয়েছে, তেমনই ‘ক্রেজি কিয়া রে’ ‘শীলা কি জওয়ানি’র মতো গানও রয়েছে। অতঃপর শীতের শহর যে আরও একবার সুনিধির হাত ধরে উষ্ণ হবে, তার আঁচ ইতোমধ্যে পাওয়া গেল টিকিটের বিক্রি দেখে।

তবে চমক এখানেই শেষ নয়! সুনিধির সঙ্গে কলকাতায় পা রাখছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াও। যিনি ‘স্ত্রী ২’ ছবিতে আজ কি রাত পারফরম্যান্সে ঝড় তুলে দিয়েছিলেন। আশা করা যায়, কলকাতাও তামান্নার সেই ম্যাজিক থেকে বঞ্চিত হবে না।

সেন্টারস্টেজ ও হুজ নেক্সটের যৌথ উদ্যোগে ‘আই অ্যাম হোম’ আয়োজিত হয়েছে। বাংলায় সুনিধির অনুরাগীদের জন্য যে এটা সুবর্ণ সুযোগ, তা বলাই বাহুল্য। আগামী ২৪ ডিসেম্বর, বিশ্ব বাংলা প্রাঙ্গণে আসছেন সুনিধি চৌহান। টিকিটের দামও অবশ্য সাধ্যের মধ্যেই। শুরু হচ্ছে ১৯৯৯ টাকা থেকে। ২০২৫ সালের ১১ জানুয়ারি শিলিগুড়িতেও রয়েছে সুনিধির শো।

দিন কয়েক আগেই শহর কলকাতার ঐতিহ্য ছুঁয়ে বাঙালিদের মন জয় করেছিলেন দিলজিৎ। গায়কের কলকাতা সফরের ভিডিও হিট। এবার সুনিধি শহরে এসে কী চমক দেন? সেটাই দেখার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ