মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

গুলশানের হোটেলে জামালপুরের যুবদল নেতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ প্রদর্শন করেছেন

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে গুলি ও বেসরকারি এমএ রশিদ হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জেলা যুবদল নেতা শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার দিবাগত রাতে ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

 

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে জানান, হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় কথা কাটাকাটির জেরে  শুভ পাঠানের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২৮ নভেম্বর রাতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনপূর্বক এমএ রশিদ হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে। এ সময় হাসপাতালের ৪ জন কর্মচারী আহত হন। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ফাঁকাগুলি বর্ষণ এবং ভাঙচুর করে। একই দিন রাতে শহরের চালাপাড়ায় মো. শাহীন নামে এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। দুটি ঘটনায় পৃথক মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক জামালপুর শহরের স্টেশন রোড এলাকার ওবায়দুল হাসান টিপু পাঠানের ছেলে এম শুভ পাঠান, বসাকপাড়া এলাকার আবুল হাসেমের পুত্র রিপন হোসেন হৃদয়, চালাপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের পুত্র মাসুম মিয়া ও রাজু মিয়া এবং ছনকান্দা এলাকার নাসিরের পুত্র ঝুটন মিয়া।

 

গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ