মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন পাকিস্তানি সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১ প্রদর্শন করেছেন

বাংলাদেশে ব্যস্ত সময় কাটছে পাকিস্তানের সুফি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের। ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে পারফর্ম করেছেন তিনি। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণও এই গায়ক।

বাংলাদেশে আসার পর থেকেই এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ রাহাত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার এক সাক্ষাৎকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী।

বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’

দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার প্রশংসা করে রাহাত বলেছেন, ‘রুনা লায়লা বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই কিংবদন্তী শিল্পী। আমি ওনাকে খুব সম্মান করি, বহু কদর করি; এবং তিনি একজন কিংবদন্তী বটে, একজন জ্যেষ্ঠ শিল্পী। আমি বাংলাদেশি একটি গান করেছিলাম, আর সে সময় রুনা লায়লা সাহেবানা আমার বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে সাহায্য করেছিলেন।’

বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে রাহাত যোগ করেন ‘বাংলাদেশে আমার ভাই-বোনেরা বাস করে। তাই আমি এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ