বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান মন্ডল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫ প্রদর্শন করেছেন

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আ. রহমান মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সোয়া ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ আগস্ট থানায় মামলা দায়ের করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় আরও ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

ওই মামলার ২৬ নম্বর আসামি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. রহমান মন্ডলকে সোমবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বাদী শরিফুল ইসলামের বাবা শাহজাহানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১০ ডিসেম্বর মামলা দায়েরের দিন রাতে ৬নং এজাহারভুক্ত আসামি গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ