বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

লালবাগে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ০ প্রদর্শন করেছেন

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম হোসাইন শুভ (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, হোসাইন শুভ লালবাগের নবাবগঞ্জ এলাকায় স্থায়ী বাসিন্দা। পাওনা টাকা নিয়ে এলাকার এক তরুণের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জেরে গত রোববার গভীর রাতে কয়েকজন নবাবগঞ্জ এলাকায় তাঁকে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হোসাইন শুভর চাচাতো ভাই রোকনউদ্দিন প্রথম আলোকে বলেন, তিন তরুণ মিলে হোসাইন শুভকে ছুরিকাঘাত করেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হলো।

হোসাইন শুভর বাবার নাম আবদুস সালাম। চার ভাইয়ের মধ্যে তিনি সবার সবার ছোট ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ