রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

বন্দরে ড্রেজার পাইপ বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ০ প্রদর্শন করেছেন

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে ড্রেজারের পাইপ স্থাপনের সময় বাধা দিলে এলাকাবাসীর ওপর হামলা করা হয়। এ সময় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া যায়। গতকাল রাতে বন্দরের নবীগঞ্জ বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলাকারীরা স্থানীয় মো. রকিব (৫৫) ও মো. রাসেল (৪২) নামের দুই ব্যক্তিকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। ড্রেজার পাইপ বসানো নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী উপজেলার নবীগঞ্জ বড়বাড়ি এলাকার সরু রাস্তা দখল করে অবৈধভাবে ড্রেজারের প্লাস্টিকের পাইপ স্থাপন করে রাখেন। নদী থেকে বালু তুলে এসব পাইপে বালু অনেক দূরে ফেলা হয়। এভাবে পাইপ স্থাপনের কারণে এলাকাবাসীর যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

সন্ধ্যায় প্লাস্টিক পাইপ খুলে লোহার পাইপ লাগানোর সময় বড়বাড়ি এলাকার বাসিন্দা রকিব ও রাসেল পাইপ স্থাপন কাজে বাধা দেন। এ সময় কবিলের মোড় এলাকার শাহীন আহাম্মেদ ওরফে সৌরভ ও তাঁর বড় ভাই রাজিব, ইস্পাহানী এলাকার আমানসহ ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধাদানকারীদের ওপর হামলা চালান। হামলাকারীরা পিস্তল দিয়ে কয়েকটি ফাঁকা গুলি্ও ছোড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলা ও গুলি ছোড়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহীন আহমেদ ওরফে সৌরভের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ড্রেজারের পাইপলাইন নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ