বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ প্রদর্শন করেছেন

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

 

নিহতরা হচ্ছেন- অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৮), অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২) ও নীনা রানি (৪০)

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভাতশালা জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী রিফাত পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

 

এদের মধ্যে মীম ও কামারুজ্জামান আপন ভাই বোন তারা শেরপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। অপর নিহত মোখলেছুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ও নিহত উম্মে কুলসুম স্বামী স্ত্রী।

নিহত সবার লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ