শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট’

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ প্রদর্শন করেছেন

জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার উদ্দেশ্যে এই সায়েন্স ফেস্টে আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

রোববার সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সায়েন্স ফেস্ট শুরু হয়, চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

দিনব্যাপী এ আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উদ্ভাবনী দেখতে আসেন। এ ছাড়া ফেস্টে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রিমোট কন্ট্রোলড লাইট

 

সায়েন্স ফেস্টে শতাধিক স্টল বসান দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীরা। ফেস্টে শিক্ষার্থীরা সোলার প্যানেলের মাধ্যমে ফ্যাক্টরি পরিচালনা করে কার্বন নিঃসরণ, ড্রোন প্রযুক্তির উদ্ভাবন, আধুনিক নগর পরিকল্পনা, বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন, কোল্ড স্টোরেজ সিস্টেম, পরিবেশ দূষণ না করে বিদ্যুৎ উৎপাদন ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধী উপায়, গ্যাস পৃথককরণ প্রজেক্ট, আরবান রেজিল্যান্স ড্রেনেজ অ্যান্ড সুয়েজ সিস্টেমসহ শতাধিক স্টল বসানো হয়।

ঘরে আগুন লাগলে সঙ্গে সঙ্গে তা জেনে যাবে এই মেশিন। সেইসঙ্গে পানি দিয়ে আগুন নেভাবে এটি। 

 

 

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা। পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। প্রতিযোগিতামূলক এই আয়োজনে থাকছে জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রজেক্ট শো, রুবিক্স কিউব প্রতিযোগিতাসহ নানা আকর্ষণীয় ইভেন্ট। এ ছাড়াও থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, আইটি বিষয়ক বুথ, বৈজ্ঞানিক তথ্যচিত্র প্রদর্শনী ও ক্যারিয়ার কাউন্সেলিং।

 

লেভিট্র্যাক। চুম্বকের বিকর্ষণ শক্তি ব্যবহার করে ভেসে ভেসে চলবে ট্রেন।থাকবে না চাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ