হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করেন। ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনি’সহ একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণি টেলিদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে স্মরণ করেছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।