বক্সিং ডে টেস্টে বড় ব্যবধানে হেরেছে ভারত। ম্যাচ শেষ হলেও থেকে গেছে তার রেশ। টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের একটি সিদ্ধান্ত দিয়েছে আলোচনার জন্ম। ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের আউটের আবেদনে স্নিকোমিটারে কোনো পার্থক্য ধরা না পড়লেও বলের গতি পরিবর্তন দেখেই আউটের চূড়ান্ত সিদ্ধান্ত জানান বাংলাদেশি আম্পায়ার।
এরপর থেকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। জয়সওয়ালের আউটের পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অনেকে। এবার বাংলাদেশি আম্পায়ার সৈকতের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
অজি পেসারদের তোপে ভারতীয় ব্যাটাররা যখন একের পর এক উইকেট হারাচ্ছিল তখন ভারতকে ম্যাচে টিকে রেখে ছিলেন জয়সওয়াল। ৮৪ রান করেন তিনি। ম্যাচের এমন অবস্থায় তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা সাহসী এক সিদ্ধান্তে আউট হয়ে ফিরে যান জয়সওয়াল।
তবে বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি না এ নিয়ে কী বলব। কারণ, প্রযুক্তিতে কিছু দেখা যায়নি। কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে, সে (জয়সওয়াল) কিছু একটাতে (ব্যাট) লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কীভাবে ব্যবহার করতে চান, তা আমি জানি না। তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, আমার মনে হয়, সে বলটা ছুঁয়েছে…।’
প্রযুক্তি শতভাগ সঠিক নয় উল্লেখ করে রোহিত আরও বলেন, ‘আমরা জানি, প্রযুক্তি শতভাগ সঠিক নয়। বেশির ভাগ সময় আমরাই এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি…এখানে আমরা দুর্ভাগা।’
এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক বলে মত দিয়েছেন। তিনি বলেন, ‘তারা যেভাবে বিশ্লেষণ করবে করুক, বল স্পষ্টতই গ্লাভসে লেগেছে। আমি তখনই এটি ধরতে পেরেছিলাম। জয়সওয়ালও হাঁটা শুরু করেছিল। স্নিকো এটি প্রমাণ করতে না পারলেও রিপ্লেতে গ্লাভসে বল স্পর্শের দৃশ্য ধরা পড়েছে। আমার মতে, এতে কোনো বিতর্কের সুযোগ নেই।’