নেত্রকোনার পূর্বধলায় উপজেলায় ভুল চিকিৎসায় আটটি ছাগলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ছাগলগুলোর মধ্যে ৬টি গর্ভবতী ও ২টি বাচ্চা ছাগল রয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শরিফা আক্তার রিমার খামারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৬ বছর আগে নিজ বাড়িতে ছাগলের খামার গড়ে তোলেন রিমা। বর্তমানে তার খামারে ৪০টি ছাগল রয়েছে। রোববার রিমা ছাগল পালন বিষয়ে কথা বলার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যান। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহারের কাছে তার খামারের কথা জানিয়ে পরামর্শ চান রিমা। সোমবার বিকেলে সার্জন তাইফুন্নাহার খামার পরিদর্শনে গিয়ে ছাগলগুলোকে কৃমিনাশক ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন। ওই ভ্যাকসিন ছাগলকে পুশ করার ৩০ মিনিটের মধ্যেই ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই খিচুনি দিয়ে ৮টি ছাগল মারা যায়।
উপজেলা ভেটেরিনারি সার্জন সারা তাইফুন্নাহার বলেন, ভুল চিকিৎসায় ছাগল মারা গেছে এমন অভিযোগ সত্য নয়। তবুও বিষয়টি খতিয়ে দেখতে হবে। ভ্যাকসিনের মেয়াদ ছিল কি-না বা কি কারণে এমন হয়েছে তা উদঘাটন না করে বলা সম্ভব নয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার বলেন, খবর পেয়েই আমি খামারটি পরিদর্শন করেছি। অসুস্থ হয়ে যাওয়া অন্য ছাগলগুলোকে স্যালাইন দেওয়া হয়েছে। সেগুলো এখন মুখে খাবার খাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা কবীর বলেন, এক নারী খামারীর ছাগল মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ভুল চিকিৎসার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।