জনপ্রিয় সোল ও জ্যাজ গায়িকা মার্লেনা শ মারা গেছেন
গত শুক্রবার ফেসবুকে এই গায়িকার মৃত্যুর কথা জানান তাঁর মেয়ে মার্লা ব্র্যাডশ। মার্লেনার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।তাঁর বয়স হয়েছিল ৮১। মার্লা ব্র্যাডশ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আমি ও আমার পরিবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে চাই, আমাদের প্রিয় মা, আপনার প্রিয় আইকন ও শিল্পী মার্লেনা শ মারা গেছেন।’মার্লেনার মৃত্যুর খবরে ভার্ব রেকর্ডস…