শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

নতুন বছরে যা থাকছে ওটিটিতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

সময়ের সঙ্গে চাহিদা বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের। চলতি বছরে নাটকের অভিনয়শিল্পীদের ব্যস্ততা দেখা গেছে ওটিটির পেইড ভার্সনে। বাজেট থেকে শুরু করে নির্মাণশৈলী প্রতিটি ক্ষেত্রেই বৈচিত্র্য রয়েছে ওটিটিতে। তাই এ মাধ্যমে ঝুঁকেছেন শিল্পীরা। নাটকের পাশাপাশি ওটিটির বিভিন্ন কনটেন্টে তাদের উপস্থিতি নজর কেড়েছে। যার ফলে বিনোদনের বড় একটি মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্ম।

অবশ্য ২০২৪ সাল নানা কারণে উত্তপ্ত আর ঘটনাবহুল ছিল বাংলাদেশ। বিশেষত বছরের মধ্যবর্তী সময়ে আন্দোলন ও ইন্টারনেট ব্ল্যাকআউট, আন্দোলনের পর মানুষের মনোযোগ সরে যাওয়া ও নানা কারণে বিনোদনের দিকটাই একটু পিছিয়ে পড়েছিল। তবু বছরের শুরু থেকে এসেছে কনটেন্ট এবং বছরের শেষেও ওটিটি প্লাটফর্মগুলো চেষ্টা করেছে দর্শকের কাছে পৌঁছতে।

তবে ২০২৫-এ ওটিটির শুরুটা যে বেশ রমরমা হচ্ছে তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এরমধ্যেই। চলুন জেনে নেই এ বছর ওটিটিতে কী থাকছে।

নতুন বছরের প্রথম দিনই আসছে নুহাশ হুমায়ূন নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর নতুন ও তৃতীয় পর্ব ‘অন্তরা’। এর বাইরে বছরজুড়েই সিনেমা ও সিরিজ নিয়ে আসবে চরকি।

এ বছর মুক্তি পাবে আরেক সিনেমা ‘যাহা বলিব মিথ্যা বলিব’, নির্মাণ করেছেন রায়হান রাফী। অভিনয় করেছেন জাহিদ হাসান। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের একাধিক সিনেমা আসবে।

পাশাপাশি ‘ইন্টার্নশিপ’ সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’-ও চরকিতে মুক্তি পাবে।

ভালোবাসা দিবসে আসবে ভালোবাসার অন্য রকম এক পরিণতির গল্পে নির্মিত ‘ঘুমপরী’, নির্মাতা জাহিদ প্রীতম। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রীতম হাসান, পারশা মাহজাবীন।

হইচইয়ের অন্তত দুটি সিরিজ মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ ও আশফাক নিপুনের ‘জিম্মি’।

বঙ্গ অরিজিনাল সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পাবে ২ জানুয়ারি। এটি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ। সিরিজের গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হতে থাকে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী। এত কিছুর পরও কি আদৌ কারও হাতে আসে সেই টাকা? এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবেল, পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।

দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব সিনেমা ‘হাইড অ্যান্ড সিক’। এটি নির্মাণ করেছেন মাহমুদুর হিমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, দীঘি, রোশান। বছরের প্রথম দিন দর্শকদের নতুন সিরিজ উপহার দিচ্ছে দীপ্ত প্লে। তুরস্কের বিখ্যাত ধারাবাহিক মুজিজে ডক্টর আজ ১ জানুয়ারি থেকে ‘গুড ডক্টর’ নামে দেখা যাবে। এটি বাংলায় ডাব করেছে প্ল্যাটফর্মটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ